Uncategorized
আজকের রাশিফল: ৮ মার্চ, ২০২২ মঙ্গলবার

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ মেষ রাশির জাতক জাতিকার দিনটি কাজে কর্মে উন্নতির। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। আশানুরুপ আয় রোজগারের যোগ। দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা সকল বিরোধ দূর করতে পারবেন। অংশিদারী কাজের ক্ষেত্রে অগ্রগতির আশা। পারিবারিক জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সফল হতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। বৈদেশিক বাণিজ্যে বৈশ্বয়ীক পরিস্থিতির প্রভাব পড়তে পারে। আয় রোজগারের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে আজ। প্রবাসীদের কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত উত্থানের আশা। ট্রাভেল এজেন্সী ব্যবসায় কিছুটা আর্থিক সঙ্কটের আশঙ্কা। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসা বাণিজ্যে অগ্রগতির। বন্ধু ও মিত্রদের সাহায্যে অফিশিয়াল কোনো জটিলতা দূর হতে চলেছে। ঠিকাদারী ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায় করতে সক্ষম হবেন। চাকরিজীবীদের আয় রোজগারের ক্ষেত্রে নতুন উৎস লাভের আশা। বড় ভাই বোনের বিবাহশাদীর আলোচনা চলতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ কর্কট রাশির জাতক জাতিকার আজ কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধ দূর হয়ে যাবে। সাংসারিক জীবনে পিতার সাহায্য পাওয়া যাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে বৃদ্ধি পাবে সুনাম ও সম্মান। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট) ঃ সিংহর জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির দিন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার চেষ্টায় সফলতা আশা করতে পারেন। বৈদেশিক বাণিজ্যে কাঙ্খীত আয় রোজগার হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে চলেছেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো কাজে অর্থ ব্যয় করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর) ঃ কন্যা রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো যাবে না। ব্যাংক ঋণ লাভের ক্ষেত্রে অগ্রগতি হবে। পুরোন কোনো দেনা পাওনা পরিশোধ করতে পারেন। কিস্তির টাকা সময় মতো পরিশোধ করতে চেষ্টা করুন। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আশানুরুপ আয় রোজগার হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর) ঃ তুলা রাশির জাতক জাতিকার দিনটি অংশিদারী কাজের জন্য অনুকূল। আয় রোজগারের চেষ্টায় সফল হতে পারবেন। পারিবারিক জীবনে জীবন সাথীর সাহায্য লাভের আশা। ক্ষুদ্র ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বাড়াতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি তুলনামূলক বলবান।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ) ঃ বৃশ্চিক রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। ব্যবসা ক্ষেত্রে চলতে থাকা অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি গ্রহণ করা উত্তম। হারানো দ্রব্য ফিরে পাওয়ার আশা। গোপন ও প্রকাশ্য সকল শত্রুতার উপযুক্ত জবাব দিতে সক্ষম হবেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ ধনু রাশির জাতক জাতিকার শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। মিডিয়াতে কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন। রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে। প্রবাসী কোনো ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে অনৈতিক প্রেম ভালোবাসার কারনে আপনার সম্মান হানির আশঙ্কা।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) ঃ মকর রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। প্রভাবশালী আত্মীয়র সাহায্য লাভের আশা। নিজের চেষ্টায় পারিবারিক কোনো জটিলতা দূর করতে সক্ষম হবেন। গৃহের জন্য আজ কোনো আসবাব পত্র ক্রয় করার সুযোগ আসবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি ) ঃ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। পারিবারিক জীবনে ছোট ভাই বোনের কোনো ঘটনা গৃহ শান্তিকে বিনষ্ট করতে চলেছে। প্রতিবেশীর প্রতি বেশি নির্ভরশীলতা আপনার জন্য শুভ নাও হতে পারে। মিডিয়া ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অগ্রগতি।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ মীন রাশির জাতক জাতিকার আজ আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ লাভের দিন। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে আপনার। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে দিনটি লাভের। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য লাভের আশা। আয় রোজগারের একটি অংশ সঞ্চয়ের চেষ্টা করুন।
Uncategorized
অভিনেত্রী রুক্মিণীর কামড়ে কুকুরের মৃত্যু

কলকাতা: চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী রুক্মিণী মৈত্র সকলেরই চেনা। যার এরও বড় পরিচয় হচ্ছে তিনি অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারীর প্রেমিকা। দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্কও অনেক দিনের। সেই রুক্মিণী নাকি কামড়ে দিয়েছিলেন একটি কুকুরকে। সেই ঘটনার সপ্তাহ দুই পরে মৃত্যু হয় ওই সারমেয়টির।
ঘটনাটি প্রায় ১০ বছর আগের। ২০১৭ সালে একটি টেলিভিশনের অনুষ্ঠানে এসে ওই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছিলেন রুক্মিণী। তখন সেই ঘটনার চার বছর হয়ে গিয়েছে। টক শো অনুষ্ঠানে নানাবিধ কথার প্রসঙ্গে উঠে আসে সেই কুকুরকে কামড়ে দেওয়ার কথা। আর তখনও প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। যা নিজেই বিস্তারিত জানিয়েছিলেন রুক্মিণী।
দেবের প্রেমিকা জানিয়েছিলেন যে পারিবারিক সম্পর্কিত একজনের বাড়িতে গিয়েছিলেন রুক্মিণী। তখন ৎিনি কলেজ পড়ুয়া। বাবা-মায়ের সঙ্গেই গিয়েছিলেন ওই পরিজনের বাড়িতে। সেই বাড়িটিতে একটি সুবিশাল কুকুর ছিল। যেটি অ্যালসেসিয়ান এবং পাহাড়ি কুকুরের জীনের মিশ্রণে জন্ম নিয়েছিল। তার নাম ছিল বক্সি। খুব মিশুকে স্বভাবের হলেও ওই কুকুরটি রুক্মিণীকে দেখে চিৎকার করছিল।
শুরু থেকেই ওই সারমেয়টিকে ভয় পেয়েছিলেন রুক্মিণী। তাই দূরত্ব বজায় রেখে চলছিলেন। কিছুক্ষণ পরে ওই বাড়ির একটি জানালার সঙ্গে চেন দিয়ে বেঁধে রাখা হয় কুকুরটিকে। কিন্তু সেই বাঁধন ছিঁড়ে রুক্মিণীকে লক্ষ্য করে এগিয়ে আসে ওই সারমেয়। রুক্মিণী মৈত্রের বর্ণনা অনুসারে, গায়ের উপরে উঠে যায় বক্সি। বেসামআল অবস্থায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। গায়ের উপরে উঠে হাঁ করতে শুরু করেছিল বক্সি।
সেই মুহূর্তটি খুব স্বাভাবিকভাবেই বেশ ভয়ানক ছিল। কিন্তু বক্সি কিছু করে ওঠার আগেই পালটা প্রত্যাঘাত হেনেছিলেন রুক্মিণী মৈত্র। নিজেকে বাঁচাতে ওই কুকুরটিকেই কামড়ে দিয়েছিলেন তিনি। সেই ঘটনার ১৫ দিন পরে সারমেয়টির মালিক ফোন করে রুক্মিণীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সঙ্গে জানিয়ে দেন যে তাঁদের সারমেয় অর্থাৎ বক্সি মারা গিয়েছে।
এই ঘটনা শোনার পরে স্বাভাবিকভাবেই হাসির রোল ওঠে ওই অনুষ্ঠানের মঞ্চে। সম্পূর্ণ বক্তব্য মুখে হাসি নিয়েই বলে গিয়েছিলেন রুক্মিণী মৈত্র। অনুষ্ঠানের সঞ্চালোক শ্বাশ্ত চট্টোপাধ্যায় অবাক হলেও হাসি চেপে রাখতে পারেননি। ওই অনুষ্ঠানে রুক্মিণীর সঙ্গে হাজির ছিলেন প্রেমিক দেব। তাঁকে অবশ্য সাবধানে থাকার বার্তা দিয়েছেন সঞ্চালক শ্বাশত।
Uncategorized
আজকের রাশিফল: ৭ মার্চ ২০২২ সোমবার

আজকের রাশিফল: ৭ মার্চ ২০২২ সোমবার
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ দিনটি প্রভাবপ্রতিপত্তি বৃদ্ধির। আয় রোজগারের চেষ্টায় আজ সফল হতে পারবেন। শারীরিক ও মানসিক অবসাদ দূর হয়ে যাবে। চাকরিজীবীদের কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে আজ সফল হতে পারবেন। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ বৈদেশিক কাজে আজ সফলতা আসবে। প্রবাসীদের জীবনে আজ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে চলেছে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা আজ ভালো আয় রোজগার করতে পারেন। পারিবারিক প্রয়োজনে বহু ব্যয় হতে চলেছে। আইনগত জটিলতা থেকে ম্ক্তু হতে পারবেন আজ। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ ব্যবসায়ীক কাজে আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি হবে আজ। নতুন কোনো ব্যবসায়ীক যোগাযোগে সফল হতে পারবেন। বন্ধুর কাছ থেকে পেতে পারেন অপ্রত্যাশিত সাহায্য। বড় ভাই বোনের ব্যক্তিগত কাজে আপনাকে সাহায্য করতে হবে। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধির দিন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ অনেক দিন পর আপনার কর্মক্ষেত্রে আজ অগ্রগতি হতে চলেছে। পদস্ত কর্মকর্তার সাহায্য পেয়ে যাবেন। পিতার সাথে চলতে থাকা বিরোধ দূর হয়ে যাবে। রাজনৈতিক জীবনে ঘটতে পারে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন। বিদেশী প্রতিষ্ঠানে চাকরির চেষ্টায় সফল হতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশাতিত সাফল্য লাভ।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) ঃ হটাৎ করেই ভাগ্য উন্নতি হতে চলেছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এত বাধার পরেও সফল হতে পারবেন। ধর্মীয় আধ্যাত্মীক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের জন্য হটাৎ করেই বিদেশ যাত্রার সম্ভাবনা। অতীন্দ্রিয় সাধকের সাহায্য প্রয়োজন হতে পারে। মনের দূর্বলতা কাটিয়ে উঠতে চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) ঃ ব্যাংক ঋণ লাভের চেষ্টায় বাধা বিপত্তি দেখা দেবে। পাওনাদারের অত্যাচার বৃদ্ধি পেতে চলেছে। পুরোন কোনো মামলা মোকর্দ্দমার কারনে আজ হয়রাণির আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে পুলিশী হয়রাণির আশঙ্কা দেখা দেবে। শেয়ার ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগার হতে পারে। তবে অতিরিক্ত ঝুঁকি কিন্তু আবার লোকশানে ফেলতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) ঃ আজকের দিনটি ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে সাফল্য লাভের। আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে ব্যবসায়ীক আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর সাথে চলমান ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। বৃদ্ধি পাবে সাংসিরক সুখ। অবিবাহিতদের হটাৎ করেই বিয়ে হতে পারে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) ঃ শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে। কারো সাথে অহেতুক বিরোধে না জড়িয়ে পড়া ভালো। কর্মক্ষেত্রে সহকর্মী কারো অপ্রত্যাশিত আচরনে আপনি কষ্ট পেতে পারেন। একটু সামলে চলতে হবে। ব্যবসা বাণিজ্যে আজ কর্মচারীদের প্রতি নজর রাখতে হবে। কিছু অর্থ হারিয়ে ফেলতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ ধনু রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজে সাফল্য লাভের। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের সুযোগ আসতে চলেছে। প্রেম ভালোবাসায় দেখা দেবে অপ্রত্যাশিত ঝামেলা। সন্তানের সাথে কোনো কারনে বিরোধ দেখা দেবে। তবে তার উপর অযথা রাগারাগী না করে তার সাথে ভালো ব্যবহার করতে হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) ঃ আজ আপনার প্রত্যাশা পূরণ হবে। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে। চাকরি লাভের ক্ষেত্রে প্রভাবশালী আত্মীয়র সাহায্য পাওয়া যাবে। ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ লাভ হবে। গৃহের জন্য কিছু কেনাকাটা করতে পারেন। মায়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ঃ বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন। অনলাইন কেনাকাটায় ভালো লাভ হবে আজ। একটি স্মার্টফোন ক্রয় করতে পারেন। গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের ভালো আয় রোজগার হবে আজ। প্রতিবেশীর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। ছোট ভাই বোনের জীবনে অপ্রত্যাশিত উত্থান হতে চলেছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ আজ সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হতে পারেন। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হতে পারে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগারের আশা। সাংসারিক খরচ বাচিয়ে জাতিকারা কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। গৃহ নির্মিত খাদ্য বা আচার ব্যবসায় বিনিয়োগ করার চিন্তাভাবনা চলতে পারে।
Uncategorized
মোদীর বিদেশনীতির প্রশংসা জার্মানির

নয়াদিল্লি: বারবার কেন বিদেশে যান প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদীর বিদেশ সফর ঘিরে অনেক প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে ভারতের নেতৃত্ব দেওয়া মোদী সরকারের বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলা হয়। যা আরও প্রকট হয় গত অগস্ট মাসে তালিবানের আফগানিস্তান দখলের সময়ে। আর মোদীকে নিয়ে সেই সকল সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন জার্মানির রাষ্ট্রদূত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশোংসা শোনা গিয়েছে জার্মানির রাষ্ট্রদূত ওয়াটলার যে লিন্ডনার। যিনি দীর্ঘ সময় ধরে ভারতে নিযুক্ত রয়েছেন। রাশিয়া-ইউক্রেন বিবাদের প্রভাব পড়েছে জার্মানিতে। ইউক্রেন থেকে অনেকেই আশ্রয় নিয়েছিলেন পোল্যান্ডে। যাদের অনেকেই জার্মান। সেই সকল শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে জার্মান সরকার। সেই সঙ্গে ইউক্রেনে থাকা অনেক প্রবাসীও পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।
সেই ইউক্রেন সমস্যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখী হয়েছিলেন জার্মানির রাষ্ট্রদূত ওয়াটলার যে লিন্ডনার। সেখানে ভারত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, “ভারতের বিদেশনীতি অসাধারণ। ভারত জানে কখন কী করতে হবে। এটা কেবলমাত্র ইউক্রেন বা ইউরোপিয় ইউনিয়ন নিয়ে নয়। আন্তর্জাতিক কূটনীতির সবক্ষেত্রেই ভারত সর্বদা সজাগ।” ইউক্রেন-রাশিয়া বিবাদে সকল রাষ্ট্রকে একত্রিত হওয়ার পখেও সওয়াল করেছেন ওয়াটলার।
ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেও পুতিনের তীব্র সমালোচনা করেছেন জার্মানির রাষ্ট্রদূত। তিনি বলেছেন, “প্রথম দিন থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মিথ্যা কথা বলে যাচ্ছে। তিনি বলেছিলেন রাশিয়া আক্রমণ কোবে না, কিন্তু ইউক্রেন থেকে রাশিয়ানদের সরিয়ে নিয়ে গেলেন। আর এখন ওই এলাকায় গোলা বর্ষণ হচ্ছে। ন্যাটোর নিজস্ব প্রতিরক্ষা জোট রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুসারে কোনও রাষ্ট্র কখনই আক্রমণাত্মক হয়ে হামলা চালাতে পারে না।”
রাশিয়া-ইউক্রেন বিবাদ ঘিরে বদলে যাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে চলেছে জার্মানি। যা স্পষ্ট করে দিয়েছেন জার্মানির রাষ্ট্রদূত ওয়াটলার যে লিন্ডনার। তাঁর মতে, “ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করে দেওয়া। অন্য ইউরোপিয় ইউনিয়নের অন্য রাষ্ট্রের মতো আমাদের অবস্থানও একই। ইতিমধ্যেই জার্মানি অনেক পদক্ষেপ নিয়েছে। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস আমদানি করা হয়, সেটা আমরা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
-
পশ্চিমবঙ্গ7 months ago
আব্বাসকে গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলাপক্ষের
-
ত্রিপুরা7 months ago
স্কুলের সিলেবাসে যুক্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা বই
-
ত্রিপুরা6 months ago
স্বাস্থ্য দফতরের কর্মীদের জন্য বড় ঘোষণা ত্রিপুরায়
-
জাতীয়9 months ago
নিয়োগ নীতি উপেক্ষা করে চাকুরীর নির্দেশ দেওয়া বেআইনি, চাকুরিচ্যুত শিক্ষকদের আবেদন খারিজ করে রাজ্য সরকারের নীতিকেই সিলমোহর উচ্চ আদালতের
-
ত্রিপুরা7 months ago
মসজিদ নিয়ে গুজবের মাঝেই ত্রিপুরায় ভাঙল মন্দির, জখম এক
-
উত্তর-পূর্ব9 months ago
দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের রেলওয়েতে গ্রুপ সি পদে চাকরির সুযোগ,বেতন মিলবে ৯২,৩০০ টাকা পর্যন্ত
-
ত্রিপুরা21 hours ago
চপার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
-
জাতীয়10 months ago
উন্মত্ত তিন যুবকের তান্ডব, অল্পেতে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী