বিশ্ব
মোদীর আমন্ত্রণে ভারত সফরে ইজরায়েলের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রথমবার ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আগামী ২এপ্রিল ভারতে তাঁর প্রথম সরকারী সফর বলে জানা গিয়েছে। ইজরায়েল ও ভারতের মধ্যে সম্পর্ক স্থাপনের ৩০ বছর উপলক্ষেই এই সফর বলে জানা গিয়েছে।
বেনেট তাঁর সফরে প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন, পাশাপাশি দেশের ইহুদি সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও দেখা করবেন বলে খবর। মনে করা হচ্ছে, এই সফর দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ পুনর্নিশ্চিত করবে। সফরের উদ্দেশ্য ইজরায়েল ও ভারতের মধ্যে কৌশলগত মৈত্রীকে এগিয়ে নেওয়া এবং শক্তিশালী করা এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক প্রসারিত করা।
বেনেট এবং মোদী উদ্ভাবন, অর্থনীতি, গবেষণা ও উন্নয়ন, কৃষি এবং আরও অনেক কিছু দু-দেশের সহযোগীতার বিষয়ে আলোচনা করবেন।ভারত সফর সম্পর্কে ইজরায়েরেল প্রধানমন্ত্রী বলেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারতে প্রথম সরকারী সফর করতে পেরে আনন্দিত এবং একসঙ্গে আমরা দেশের সম্পর্কের পথ দৃঢ় রাখব। মোদী, ভারত ও ইজরায়েলের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার করেছেন এবং এটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
বিশ্ব
নয়া চালে বাজিমাত ইমরানের

ইসলামাবাদ: শেষ মুহূর্তে মোক্ষম চাল দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতানোর মতোই টানটান উত্তেজনার মাঝে ধরে রাখলেন ক্ষমতা। আপাতত বাঁচিয়ে নিলেন নিজের প্রধানমন্ত্রীর কুরসি। তবে শীঘ্রই নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তিনি।
রবিবার সকালে আস্থা ভোট হওয়ার কথা হিল পাকিস্তানের জাতীয় আইনসভায়। এদিন সকাল থেকে পাকিস্তানে একের পর এক নাটক চলছিল। এই আস্থাভোটকে কেন্দ্র করে সে দেশের একাধিক এলাকায় অশান্তি চলছিল। অশান্তির রুখতে ইসলামাবাদে জারি হয়েছিল ১৪৪ ধারা। শোনা গিয়েছিল, গ্রেপ্তার হতে পারেন ইমরান খান। এর মাঝেই বেলা সাড়ে ১১টা নাগাদ পাক সংসদে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতেই নাটকের নতুন অঙ্ক রচিত হয়। দেখা যায় বিরোধীরা ইমরানের আগে সংসদের ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এর পরই ইমরানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই সময় সংসদে ইমরানের দলের মোটে ২২ জন প্রতিনিধি উপস্থিত। হাজির ছিলেন না ইমরানও।
পাকিস্তানের সংসদে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার মহম্মদ কাসিম খান সুরি। এই উপায়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা সংবিধানের পরিপন্থী বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
এরপরেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। জানিয়ে দিলেন, রাষ্ট্রপতির কাছে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করবেন তিনি। একইসঙ্গে দ্রুত নির্বাচনের প্রস্তাবও দেন। অনাস্থা প্রস্তাব পাকিস্তানের বিরুদ্ধে বিদেশি শক্তির ষড়যন্ত্র বলেও দাবি করেছেন ইমরান।
বিশ্ব
সক্ষমতা নেই ইমরানের, দাবি প্রাক্তন স্ত্রী রেহামের

ইসলামাবাদ: খুব বড় কোনও অঘটন না ঘটলে রবিবারই ক্ষমতা হারাতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সংখ্যা গরিষ্ঠতা হারাচ্ছেন তিনি। তবে আস্থা ভোটে লড়াই করবেন। এই অবস্থায় কড়া ট্যুইট করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। তিনি টুইটে লিখেছেন ইমরানের সক্ষমতা নেই!
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। ভাষণে তিনি বলেন, আল্লাহর কৃপায় আমার কিছুর প্রয়োজন নেই কারণ জীবনের সবকিছু- খ্যাতি, সম্পদ ইত্যাদি অর্জন করেছি। এরপর শুক্রবার ইমরান খানকে একহাত নিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম খান বলেন, ‘ইমরান দেশের যে জগাখিচুড়ি করেছেন তা পরিষ্কার করতে জনগণকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করা উচিত।’
রেহাম খান বলেন, ‘ইমরান খানের যা নেই তা হলো বুদ্ধিমত্তা ও সক্ষমতা।’ জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খান বলেন, ছোটবেলায় তিনি পাকিস্তানকে শীর্ষে উঠতে দেখেছেন। এ কথার সঙ্গে একমত হয়ে রেহাম বলেন, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন পাকিস্তান দুর্দান্ত ছিল।
বিশ্ব
অনর্থ হয়ে যাবে, বিরোধী জোটকে হুমকি ইমরানের

ইসলামাবাদ: ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত ইমরান খানের। তিনি সংখ্যা গরিষ্ঠতা দেখাতে পারবেন না, এমনই দাবি পাক সংবাদ মাধ্যমের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী জোটকে হুমকি দিলেন।
বৃহস্পতিবার পাক প্রধানত বলেছিলেন স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করার জন্য তাঁকে মূল্য চোকাতে হচ্ছে। শুক্রবার তিনি বলেন, যদি অনাস্থা প্রস্তাব সফল না হয় তাহলে ভয়াবহ পরিণতি হবে।
ইসলামাবাদে নিরাপত্তার ইস্যুতে ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দাবি করেন, বিদেশি একটি রাষ্ট্রের পক্ষ থেকে তার সরকার একটি ‘হুমকির চিঠি’ পেয়েছে। এসময় তিনি মুখ ফসকে এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বলেন।
প্রধানমন্ত্রীর এই দাবি নিয়ে পাকিস্তানে শোরগোল পড়ে যায়। বিরোধী জোট ইস্যুটি নিয়ে সরকারকে আক্রমণ করতে থাকে। ক্রমাগত আক্রমণে জর্জরিত ইমরান খান বলেন,তিনি এখন ক্ষমতায় টিকে থাকার জন্য লড়ছেন। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আগামী পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে একের পর বৈঠক করছেন। ইমরান খান বলেছেন, তিনি শেষ বল পর্যন্ত খেলবেন। তবে জোট সরকার থেকে শরিক দলের সরে যাওয়ায় তার প্রধানমন্ত্রী থাকার আর কোনও সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা রয়েছে। সেদিকেই এখন তাকিয়ে সবপক্ষ।
-
পশ্চিমবঙ্গ7 months ago
আব্বাসকে গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলাপক্ষের
-
ত্রিপুরা7 months ago
স্কুলের সিলেবাসে যুক্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা বই
-
ত্রিপুরা7 months ago
স্বাস্থ্য দফতরের কর্মীদের জন্য বড় ঘোষণা ত্রিপুরায়
-
জাতীয়9 months ago
নিয়োগ নীতি উপেক্ষা করে চাকুরীর নির্দেশ দেওয়া বেআইনি, চাকুরিচ্যুত শিক্ষকদের আবেদন খারিজ করে রাজ্য সরকারের নীতিকেই সিলমোহর উচ্চ আদালতের
-
ত্রিপুরা6 days ago
চপার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
-
ত্রিপুরা7 months ago
মসজিদ নিয়ে গুজবের মাঝেই ত্রিপুরায় ভাঙল মন্দির, জখম এক
-
উত্তর-পূর্ব9 months ago
দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের রেলওয়েতে গ্রুপ সি পদে চাকরির সুযোগ,বেতন মিলবে ৯২,৩০০ টাকা পর্যন্ত
-
জাতীয়10 months ago
উন্মত্ত তিন যুবকের তান্ডব, অল্পেতে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী