পশ্চিমবঙ্গ
রাজ্যপালকে শারীরিক হেনস্থা মহিলা বিধায়কদের, অভিযোগ শুভেন্দুর

কলকাতা: বিধানসভার ভিতরে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছ রাজ্যপালকে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি কেন্দ্রকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু। যার পালটা জবাব দিয়েছে তৃণমূল। ঘটনার সূত্রপাত, পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন ঘিরে।
এদিন অধিবেশনের শুরুতেই পুরভোটে হিংসা নিয়ে বিধানসভায় সরব হন বিজেপি বিধায়কেরা। রাজ্যপাল সেই নিয়ে মন্তব্য করেছিলেন আগেই। শাসক দলের পক্ষ অভিযোগ, রাজ্যপাল আসলে এরাজ্যে বিজেপির হয়ে ব্যাট করছেন। বিজেপির পাল্টা দাবি, সত্যিটা বলছেন বলে তৃণমূলের গায়ে ফোস্কা পড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, এ আসলে বুনো ওল-বাঘা তেতুলের গল্প। আজ বিধানসভার বাজেট অধিবেশন উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যপাল। সরকারের কাজ যতই তাঁর অপছন্দের হোক না কেন, সাংবিধানিক রীতি হলো, সরকারের লিখে দেওয়া ভাষণই তাকে পড়তে হবে। কি চরম অস্বস্তিকর বলুন তো।
রাজ্যপাল এই অস্বস্তির হাত থেকে বাঁচার একটা রাস্তাও খুঁজে পেয়েছিলেন আজ। দুপুর দুটোয় রাজ্যপাল বিধানসভায় পা দিতেই বিক্ষোভে ঝাঁপিয়ে পরে বিজেপি। লাগাতার একঘন্টা ধরে চলে বিক্ষোভ। এই চ্যাচামেচিতে ভাষণ দেওয়া সম্ভব নয় বলে বেরিয়ে যেতে চান রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী এবং স্পিকার অনুরোধ করেন, এটা অনুষ্ঠকনিকতা সুতরাং চ্যাচামেচির মধ্যেই তিনি যেন সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করেন। এমনকি রাজ্যপাল যাতে চলে যেতে না পারেন তারজন্য তৃণমূলের মহিলা বিধায়করা দরজা আগলে দাঁড়িয়ে পারেন। শেষপর্যন্ত একঘন্টা পর হৈ হুল্লোড়ের মধ্যেই ভাষণের প্রথম লাইন ও শেষ লাইনটা পড়ে অনুষ্ঠকনিকতা শেষ করেন। পরে বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, ভাষণ পাঠ না করার জন্য ওনার ওপর হয়ত চাপ ছিল।
তৃণমূলের কেউ কেউ আবার মনে করছেন, রাজ্যপাল সরকারের লেখা ভাষণ পড়তে চান না, একারনেই এসব নাটক সাজানো হয়েছে। গেরুয়া শিবির তাঁর পাল্টা প্রতিক্রিয়ায় বলছে,বিজেপি নাটকে বিশ্বাস করে না। নাটক করলে দু’মিনিট হল্লা করে ওয়াকআউট করে যেত। তারা বলছেন, পুরভোটের নামে তৃনমূল যেভাবে গণতন্ত্রকে খুন করেছে তারপর এই শাসক দলের মুখে গণতান্ত্রিক রীতিনীতির কথা গনতন্ত্রের জন্যই চরম অবমাননাকর। রাজ্যপালের বাজেট উদ্বোধন টিভিতে দেখানোর রাস্তাও আজ বন্ধ করে দেন স্পিকার। বলেন, টিভিতে দেখানোর পরিকাঠামো নেই বিধানসভায়। ফলে কোনও টিভি ক্যামেরাকে ঢুকতে দেওয়া হয়নি।
যদিও এর আগেও একবার রাজ্যপালের ভাষণ টিভিতে আটকে দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন স্পিকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, অধিবেশনে বাজেট ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, সেইসময় লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয় কিনা, সেটাই দেখার। যদিও গত কয়েকবছর বাদ দিলে দীর্ঘ অতীতে লাইভ সম্প্রচার নিয়ে কোনও বিতর্ক হয়নি। রাজ্যপালের ভাষণ কিংবা অর্থ মন্ত্রীর বাজেট বক্তৃতা বেশকিছু বছর ধরে টিভিতে সরাসরি সম্প্রচার হয়ে আসছে। টিভি সম্প্রচার নিয়ে যা কিছু সমস্যা মাথাচাড়া দিয়েছে গত দু-তিন বছর ধরে। যা নিয়েও বারবার সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজ্যপাল। এই ওল-তেতুলের দ্বন্দ্বকে অবশ্য বামেরা বলে,”গটআপ” কেস।
জাতীয়
উপাচার্যকে গালি তৃণমূলের, বিক্ষোভে বিজেপি

কলকাতা: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মা তুলে অশ্রাব্য গালি তৃণমূলের ছাত্রনেতার। সেই সঙ্গে হত্যার হুমকি দেওয়া হল ওই উপাচার্যকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি নিয়ে। অভিযুক্ত যুবক এখন আর দলে নেই বলে দায় এড়াল তৃণমূল।
চেয়ারে বসে রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি। তাঁকে ঘিরে রয়েছে জনা কয়েক বিক্ষুব্ধ ছাত্র। যারা অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছে উপাচার্যকে। যাদের নেতৃত্বে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা গিয়াসুদ্দিন মন্ডল। প্রথমে চড় মারার হুমকি, তারপরে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হল। ফোন আটকে রেখে ছাত্রদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার দাবিও তুলল ওই ছাত্ররা।
শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী বিজেপি। রবিবার সকালে উপাচার্যের হেনস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গের হুগলী জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভ থেকে দাবি উঠল শিক্ষামন্ত্রীর পদত্যাগের। সেই সঙ্গে আচার্য হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যপালকে হস্তক্ষেপ করার দাবিও তুললেন বিজেপি হুগলী জেলা সভাপতি তুষার মজুমদার।
অভিযুক্ত গিয়াসুদ্দিনের সঙ্গে এখন সংগঠনের আর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। গিয়াসুদ্দিনের ওই কীর্তিকে দল সমর্থন করে না বলেও দাবি করেছে ঘাস ফুল শিবির। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুকের দেওয়ালে লিখেছেন, “ভিডিওটা দেখে গা গুলিয়ে উঠল। বমি পাচ্ছে! আসে পাশে গভীর পচন ধরেছে। শিক্ষাগুরু সম্পর্কে এমন ভাষা! কল্পনাও কি করা যায়? ছিঃ! অনতিবিলম্বে শিক্ষক, শিক্ষিকাদের হাতে লাঠি, বেত ফিরে আসা খুব প্রয়োজন…”
ত্রিপুরা
ত্রিপুরার কায়দায় বঙ্গ জয়ের ভাবনা বিজেপির

কলকাতা: আশা জুগিয়েও অধরা থেকে গিয়েছে বিজেপির বঙ্গ বিজয়। যার জেরে ভঙ্গুর হয়েছে সংগঠন। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে ত্রিপুরা মডেলকে হাতিয়ার করতে চাইছে বিজেপির বঙ্গ ব্রিগেড। পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক করা হতে পারে সুনীল দেওধরকে। এমনই গুঞ্জন ছড়িয়েছে মুরলী ধর সেন লেনের অন্দরে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে সুনীল দেওধরকে। বাংলা ভাষায় দক্ষ ত্রিপুরা জয়ের অন্যতম কাণ্ডারি দেওধরের উপরই আগামী দিনে বাংলায় দলের স্বাস্থ্য ফেরাতে ভরসা রাখতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। দলের একটা বড় অংশ চাইছেন, বাংলা বোঝেন, বাংলায় কথা বলতে পারেন ও দক্ষ সংগঠক এরকম কাউকে দায়িত্বে নিয়ে আসার। আর তাই আলোচনায় উঠে এসেছে সুনীল দেওধরের নাম। মুরলী ধর সেন লেনেরও প্রথম পছন্দ সুনীল দেওধরকে।
২০১৮ সালে ত্রিপুরার ক্ষমতা দখল করে ভারতীয় জনতা পার্টি। অবসান ঘটে ২৫ বছরের বাম শাসনের। গেরুয়া শিবিরের সেই সাফল্যের কাণ্ডারি ছিলেন এই সুনীল দেওধর। বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় তাঁর রণকোশলে এসেছিল সাফল্য। এছাড়াও বাঙালি ভোটারের আধিক্য থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারানসীর নির্বাচন প্রচারের দায়িত্বে ছিলেন বিজেপির এই নেতা। তাই অভিজ্ঞ এবং বাংলা ভাষায় দক্ষতা থাকা সুনীল দেওধরকেই রাজ্য বিজেপির পর্যবেক্ষক করতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল।
জাতীয়
মোদীর কারণেই রাশিয়া-ইউক্রেন বিবাদ, দাবি মমতার

কলকাতা: এক মাসের বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে রশিয়া এবং ইউক্রেন। যার বড় প্রভাব পড়েছে ভারতে। নানাবিধ সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে ইউক্রেনে আটক প্রবাসীরা অনেক প্রতিকূলতার সমুখীন হয়েছেন। ভারতে ফিরলেও সমস্যার সমাধান হয়নি প্রবাসী পড়ুয়াদের। এই সকল জটিলতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রবাসী পড়ুয়াদের সবথেকে বড় চিন্তার কারণ হচ্ছে মাঝ পথ পঠনপাঠন ছেড়ে ফিরে আসা। ভারতের মাটিতে নতুন করে লেখাপড়া শুরু করা কিংবা মাঝপথ থেকে সেমিস্টার শুরু করা সংশয় রয়েছেন সকলে। প্রশাসনিক আশ্বাসে চিঁড়ে ভেজেনি। যা নিয়েই কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, “যুদ্ধ লাগানোর আগে তোমার ভাবা উচিৎ ছিল যে আমাদের ছেলেরা ফিরে এসে কোথায় থাকবে? কী খাবে? কী পড়বে?”
দুই স্বাধীন রাষ্ট্রের দ্বন্দ্বের সঙ্গে ভারতের সম্পর্ক কী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। সেই সঙ্গে দুই রাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। একজন মুখ্যমন্ত্রীর মুখে ওই প্রকারের বক্তব্যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বদনাম হচ্ছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইট করেছেন, “রাশিয়া এবং ইউক্রেন বিবাদের জন্য মোদী সরকারকে দায়ী করচেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি। তিনি কী জানেন না যে এই প্রকারের শব্দ ভারতের কূটনীতির পরিপন্থী? ভারতের বিদেশনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এতে প্রভাবিত হতে পারে।”
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং ভারতের কূটনৈতিক বিভাগের কাছে অনুরোধ করেছেন শুভেন্দু। সেই সঙ্গে তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই প্রকারের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে। ট্যুইটারে শুভেন্দু লিখেছেন, “অনুগ্রহ করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন এবং তা মোকাবিলার চেষ্টা করুন।
আমি লজ্জিত বোধ করছি যে আমাদের মুখ্যমন্ত্রীর ভুল আন্তর্জাতিক মঞ্চে আপনার জন্য ব্যাপক বিব্রতকর অবস্থার কারণ হতে পারে।”
Hon'ble EAM @DrSJaishankar & @IndianDiplomacy kindly make a note & please try to salvage the situation and contain the damage.
I feel ashamed that our CM's blunder might cause massive embarrassment to you on the international stage.@narendramodi@RanjanRajkuma11@VMBJP@M_Lekhi pic.twitter.com/mPZygkNg1D— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 30, 2022
-
পশ্চিমবঙ্গ7 months ago
আব্বাসকে গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলাপক্ষের
-
ত্রিপুরা7 months ago
স্কুলের সিলেবাসে যুক্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা বই
-
ত্রিপুরা6 months ago
স্বাস্থ্য দফতরের কর্মীদের জন্য বড় ঘোষণা ত্রিপুরায়
-
জাতীয়9 months ago
নিয়োগ নীতি উপেক্ষা করে চাকুরীর নির্দেশ দেওয়া বেআইনি, চাকুরিচ্যুত শিক্ষকদের আবেদন খারিজ করে রাজ্য সরকারের নীতিকেই সিলমোহর উচ্চ আদালতের
-
ত্রিপুরা7 months ago
মসজিদ নিয়ে গুজবের মাঝেই ত্রিপুরায় ভাঙল মন্দির, জখম এক
-
উত্তর-পূর্ব9 months ago
দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের রেলওয়েতে গ্রুপ সি পদে চাকরির সুযোগ,বেতন মিলবে ৯২,৩০০ টাকা পর্যন্ত
-
ত্রিপুরা21 hours ago
চপার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
-
জাতীয়10 months ago
উন্মত্ত তিন যুবকের তান্ডব, অল্পেতে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী